ছোটদের গল্প (Chotoder Golpo) আলো দিলো এক লাঠি। ২ Chotoder Islamic Golpo 2 আচ্ছা তোমরা কি কখনো শুনেছো, যে লাঠি ও বাতির মত আলো দেয়!!
হাঁ আমার প্রিয় ছোট্ট মনিরা আজকে আমরা এমন এক লাঠির গল্প জানবো, যেটি সত্যি সত্যিই বাতির মত আলো দিয়েছিলো।
আশা করে তোমরা হযরত মুসা আলাইহিস সালাম নামটির সাথে পরিচিত!
এবং হযরত মূসা আলাইহিস সালামের লাঠির কথাও হয়তো শুনেছো। যেটি আল্লাহর হুকুমে সাপ হয়ে গিয়েছিলো।
অনেক বড় এক সাপ, যেটি দেখে হযরত মূসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন।
আসলে লাঠির তো আর সাপ হওয়ার বা অন্য কিছুতে রুপান্তরিত হওয়ার কোনো ক্ষমতা নেই।
সে সর্বদা আল্লাহর হুকুমের অনুগামী ও অনুগত। আল্লাহ সাপ হতে বলেছেন,
তাই তা সাপ হয়ে গেছে, আবার আল্লাহর হুকুমেই লাঠি হয়ে গেছে।
ছোটদের গল্প
আজ আমি তোমাদের তেমনি একটি ঘটনা শোনাবো। লাঠি আলো দেয়ার ঘটনা।
এখন তুমি মনে মনে ভাবতে পারো! যে লাঠি আবার আলো দেয় নাকি?
হাঁ, আল্লাহর হুকুমে একটি লাঠি যেমন সাপে পরিণত হতে পারে ঠিক তেমনি আলোও দিতে পারে।
আল্লাহ তা’য়ালা যদি চান তাহলে লাঠি কেন! মাটি, পাথর বা যে কেনো জিনিষ আলো দিতে পারে।
তেমনি আল্লাহ চাইলে একটি লাঠিও আলো দিতে পারে। তো কথা দীর্ঘ না করে চলো শোনা যাক লাঠি আলো দেয়ার ঘটনা।
ঘটনা
নবীজীর প্রিয় সাহাবী হযরত আনাস রা. বলেন, একবার এক গভীর অন্ধকার রাতে উসাইদ ইবনে হুযাইর রা. এবং আব্বাদ ইবনে বিশর রা. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসলেন।
অতঃপর তাঁরা যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা শেষে বাড়ির দিকে রওয়ানা দিলেন, তখন তাদের সাথে এই আজব ঘটনাটি ঘটেছিল।
মূলতঃ তারা যখন এই অন্ধকার আচ্ছন্ন পথ অতিক্রম করে বাড়ি ফেরতে যাচ্ছেন।
তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য স্বরূপ তাদের হাতে থাকা দুজনের একজনের হাতের লাঠি আলো দেয়া শুরু করল। বাতির ন্যায় রশ্মি-আলো দেয়া শুরু করে।
অতঃপর তারা সেই লাঠির আলোতে নিজেদের গন্তব্যের পথে চলতে লাগলেন। তাঁরা উভয়ে একসাথে একই পথে চলছিলেন।
কিন্ত ঘটনাক্রমে তাদের বাড়ি ভিন্ন ভিন্ন স্থানে হওয়ায়, এক পর্যায়ে তাদের আলাদা হয়ে যেতে হয়।
এবং উভয়কেই একা একা নিজ নিজ বাড়ির দিকে রওয়ানা হতে হয়। কিন্ত দেখ তাদের সাথে আল্লাহর সাহায্য ছিলো বিধায়।
তারা পরস্পর পৃথক হয়ে যাওয়ার পর তাদের উভয়ের লাঠিই আলো দিতে থাকে।
ফলে আল্লাহর কুদরতি সেই আলোতে তাঁরা নিরাপদে নিজ নিজ বাড়িতে গিয়ে পৌঁছালেন।
যেই নূরাণী ও কুদরতি আলোর সাহায্যে তারা নিজ নিজ বাসস্থানে নিরাপদে পৌঁছান।
সেটি ছিলো আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভেজাল বিশ্বাস করার ফল স্বরূপ তাদের জন্য আল্লাহর এক বাহ্যিক ইহলৌকিক উপহার।
সুতরাং আমাদের উচিত সর্বদা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, বেশি বেশি নফল ইবাদাত ও সৎ কর্ম পালন করা।
বি:দ্রঃ মুসনাদে আহমাদ, হাদীস নং ১২৯৮০ মুসতাদরাকে হাকেম, হাদীস নং ৫২৬১ সোর্স
Tags: #Chotoder Golpo #Islamic Golpo #Bangla Golpo #Bangla Inspiring Golpo #Bangla Chotoder Golpo
আরো পড়ুন: ছোটদের ইসলামিক গল্প নবীজীর বরকত। ১
আরো পড়ুন: জানাযার নামাজের নিয়ম ও দোআ বাংলা উচ্চারণসহ