দোয়া কবুলের বিশেষ স্থান সমূহ মক্কা ও মদিনার

দোয়া কবুলের বিশেষ স্থান সমূহ | হজ্ব ও ওমরার সফর

দোয়া পরিচিতি ও ব্যক্তি জীবনে দোয়ার গুরুত্ব

দোয়া কবুলের বিশেষ স্থান সমূহ ও ব্যক্তি জীবনে দোয়ার গুরুত্ব। দোয়া (الدعاء) এটি একটি আরবী শব্দ, অর্থ হলো প্রার্থনা করা, কোন কিছু চাওয়া, কামনা করা, নিবেদন করা।

পরিভাষায় দোয়া বলা হয়, দুনিয়া বা আখেরাতের যে কোন কল্যাণ কামনা করা বা আল্লাহর কাছে নিজের অথবা অন্য কাহারোর জন্য মঙ্গল কামনা করে তার মসিবত দূরিকরণের প্রার্থনা করা।

মুসলমানদের আধ্যাত্মিক বিশ্বাস হলো, দোআ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ নবী কারীম সাঃ ইরশাদ করেন, একমাত্র দোয়াই মানুষের তাকদীর (এ মুআল্লাক) পরিবর্তন করতে পারে। (সহীহ তিরমিজী হাদীস নং ২১৩৯)

এই দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নিকট মনের চাওয়া-পাওয়া আশা-আকাঙ্খা প্রকাশ করতে পারে। নিজের প্রয়োজন ও কল্যাণের প্রার্থনা করতে পারে। দোয়ার বিনিময় স্বরুপ সে দুনিয়া ও আখিরাতের যে কোন কল্যাণ অর্জন করতে পারে।

আরো পড়ুনঃ ওমরাহ পালন করার সহজ নিয়ম PDF Book সহ।

কারণ আল্লাহ তাআলা বান্দাদের সকল দোআ কবুল করেন। কোন কোন দোয়ার ফলাফল হয়তো বান্দাকে তৎখনাৎ দেন। আর কোন কোন দোয়ার প্রতিদান পরকালের জন্য রেখে দেন।

কেননা, আল্লাহ রাব্বুল নিজেই কুরআনে কারীমে এরশাদ করেন, (হে বান্দাগণ) তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।’ (সূরা মু’মিন. আয়াত ৬০)

এই পরিপ্রেক্ষিতে মুসলিম কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে, কোন সময়টা প্রার্থনার বা দোয়া করার জন্য উপযুক্ত।

কোন জায়গা নির্বাচন করে আল্লাহ তাআলাকে ডাকলে দোয়া কবুল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আজ আমরা সেই সকল দোয়া কবুলের বিশেষ স্থান এর কথা উল্লেখ করবো।

কুরআন হাদিসে সেসব দিকনির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে হজ্ব ও উমরাহ পালনকালে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু স্থান কুরআন হাদিস থেকে তুলে ধরা হলো।

আরো পড়ুনঃ মিকাত কাকে বলে ও বাংলাদেশী হাজীদের মিকাত কোনটি?

হজ্ব ও ওমরার সময় মক্কা মদিনায় দোয়া কবুলের বিশেষ স্থান সমূহ।

দোয়া কবুলের বিশেষ স্থান সমূহ মক্কা ও মদিনার
মক্কা ও মদিনায় দোয়া কবুলের বিশেষ স্থান সমূহ

১. মাতাফ বা কাবা ঘর তাওয়াফের জায়গা।

২. মুলতাযাম বা কাবা ঘরের দরজা ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থান।

৩. মাকামে ইবরাহিম।

৪. সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের উপর।

৫. রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তীস্থান।

৬. মিনার ময়দান ও মিনার মসজিদসমূহ।

৭. মুজদালিফা ও আরাফাতের ময়দান।

৮. জাবালে রহমত, জাবালে নূর ও জাবালে সাওর।

৯. মীযাবে রহমতের নিচাংশ।

১০. জমজম কূপের কাছে।

১১. শয়তানকে কংকর নিক্ষেপ করার স্থান।

১২. রিয়াজুল জান্নাতে।

আরো পড়ুনঃ নারী পুরুষের ইহরাম বাঁধার নিয়ম ও উমরাহ পালনের সঠিক নিয়ম।

ALSO READ: why You Should an Investor in Real Estate ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!