নেক সন্তান লাভের দোয়া ও আমল

দ্রুত নেক সন্তান লাভের দোয়া ও আমল বাংলা উচ্চারণ সহ

পূণ্যবান সন্তানের কামনা

পৃথিবীতে নেক সন্তান-সন্ততি সবারই কাম্য থাকে, সবাই চায় তার নেক ছেলে সন্তান বা নেক কন্যা সন্তান জন্ম লাভ করুক। এমন নেক ও পূণ্যবতী ছেলে-মেয়ে যারা মাতা পিতার বাধ্যগত থাকবে। এবং মৃত্যুর পর তাদের জন্য নেক আমলের সাওয়াব পাঠাবে ও তাদের নাজাতের কারণ হবে।

তথাপিঃ অনেকের বন্ধাত্ব্যের কারণে সন্তান না হওয়ায়, তারা সন্তান গর্ভ ধারণ করার প্রতি অনেক আগ্রহী থাকে। কারণ প্রকৃতার্থে তারাই জানে সন্তানহীন থাকা কতটা কষ্টের। কিন্তু কিছু মানুষ শুধুমাত্র ছেলে সন্তান লাভের বা শুধুমাত্র কন্যা সন্তান লাভের উপায় খুঁজে।

বাস্তব সত্য হলো, সন্তান দান করা, শুধু ছেলে সন্তান, বা শুধু মেয়ে সন্তান দান করা। একমাত্র আল্লাহ তাআলারই ইচ্ছা, তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। আবার যাকে চান তাকে ছেলে সন্তান বা কন্যা সন্তান উভয়টাই দান করেন।

আবার যাকে চান, তাকে ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনটাই দান করেন না। তার দুনিয়াবী কিংবা পরকালীন কোন কল্যাণের জন্য তাকে বন্ধাত্ব্যতা দান করেন।

ফলে আমাদের ও তার উচিত এর জন্য আল্লাহকে ভুলে না যাওয়া ও দোষারোপ না করা। বরং আল্লাহকে বেশী বেশী স্বরণ করা। এবং নিম্নোক্ত কুরআন ও হাদীসের উদৃতি দিয়ে উল্লেখ করা ইসলামের দৃষ্টিতে ছেলে সন্তান লাভের উপায় ও কন্যা সন্তান লাভের আমল সমূহ করা।

আরো পড়ুনঃ ওমরাহ পালনের নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত হুহুকুম-আহকাম সহ।

ছেলে/কন্যা সন্তান লাভের অন্যতম আমল

নেক সন্তান লাভের দোয়া ও আমল
নেক সন্তান লাভের পরীক্ষিত আমল ও দোয়া সমূহ বাংলা উচ্চারণসহ

নেক সন্তান লাভের পরীক্ষিত আমল ও দোয়া সমূহ বাংলা উচ্চারণ ও অর্থসহঃ নিম্নে প্রদান করা হলো,

১। নেক সন্তান লাভের দোআ

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

বাংলা উচ্চারণঃ রাব্বি হাবলি মিন-লাদুনকা জুররিয়্যাতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দোআ।

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে তোমার নিকট হতে কোনো পবিত্র সন্তান দান কর। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। ( সূরা আলে ইমরান, আয়াত নং ৩৮)

২। দ্রুত সন্তান লাভের দোয়া

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

বাংলা উচ্চারণঃ রাব্বি ইজআলনি মুকীমাস সলাতি ওয়া মিন-জুররিয়্যাতি রব্বানা ওয়া-তাকাব্বাল দোয়া।

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে আপনি নামায কায়েমকারী বানিয়ে দিন, এবং আমার আওলাদের মধ্য হতেও (এমন সন্তান দান করুন, যারা নামায কায়েম করবে) হে আমাদের প্রতিপালক! আর আপনি আমার (সকল) দোয়া কবুল করে নিন। (সূরা ইবরাহীম আয়াত নং ৪০)

৩। সৎ স্ত্রী ও নেক সন্তান লাভের দোয়া

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

বাংলা উচ্চারণঃ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া-জুররিয়্যাতিনা ক্বুর্রাতা আʼইয়ুনিন, ওয়াজ-আলনা লিল মুত্তাকীনা ঈমামা।

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান করুন নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও। (সূরা ফুরকান, আয়াত নং৭৪)

আরো পড়ুনঃ মিকাত কাকে বলে? বাংলাদেশী হাজীদের মিকাত কোনটি?

৪। সন্তান লাভের কুরআনী আমল

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

সন্তান লাভের কুরআনী আমল বাংলা উচ্চারণঃ রব্বি আওজিʼনী আন আশকুরা নিʼমাতাকা, আল্লাতি আন আমতা আলাইয়্যা, ওয়া আলা ওয়ালিদাইয়্যা, ওয়া আন আʼমালা সা-লিহান তারদা-হু, ওয়া আসলিহ লী ফি জুররিয়্যাতী, ইন্নি তুবতু ইলাইকা, ওয়া ইন্নি মিনাল মুসলিমীন।

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে তাওফীক দান করুন, যেন আপনি আমাকে ও আমার মাতাপিতাকে যে নি‘আমত দিয়েছেন তার শোকর আদায় করতে পারি।

যাতে আপনি খুশি হন এবং আমার জন্য আমার সন্তানদেরকেও (সেই) যোগ্যতা করুন। আমি আপনার কাছে তাওবা করছি এবং আমি আনুগত্য প্রকাশকারীদের অন্তর্ভুক্ত। (আহকাফ ১৫)

৫। বন্ধ্যা নারীর সন্তান লাভের আমল

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ

বন্ধ্যা নারীর সন্তান লাভের আমল বাংলায়ঃ রব্বি লা-তাজারলী ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন।

অর্থঃ হে আমার প্রভু! আমাকে একা রেখে দিও না (আমার উত্তরাধিকারী থেকে বঞ্চিত করো না) আর তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী। (সূরা আম্বিয়া, আয়াত নং ৮৯)

৬। নেক সন্তান কামনার দোয়া

رَبِّ هَبۡ لِی مِنَ ٱلصَّـٰلِحِینَ

বাংলা উচ্চারণঃ হে আমার পালনকর্তা, আপনি আমাকে নেককার সন্তান দান করুন (সূরা সাফফাত, আয়াত নং ১০০)।

৭। নেক পুত্র সন্তান লাভের দোয়া

رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ وَلِيًّا

বাংলা উচ্চারণঃ রব্বি হাব-লী মিন লাদুনকা ওয়ালিয়্যা।

অর্থঃ হে আমার রব, আপনি আমাকে এক উত্তরাধিকারী দান করুন। ( সূরা মারয়াম, আয়াত নং ৫)

পরিসমাপ্তিঃ

উপরে উল্লেখিত সন্তান লাভের ৭ টি কুরআনী আমল বা কুরআনের আয়াতগুলো পড়ার নির্দিষ্ট কোন সময় নেই।

প্রত্যেক ফরজ নামাজ বা নফল নামাজ আদায়ের পর কিংবা অন্য যে কোন সময় এই আয়াতগুলো পাঠ করে আল্লাহর কাছে নেক সন্তান লাভের জন্য দোয়া করা। এবং যে যেই অবস্থাতেই রয়েছেন, তার উপর খুশি থাকা ও ধৈর্য্য ধারণ করা।

সাথে সর্বদা আল্লাহর কাছে নেক সন্তান লাভের কামনা করবেন। এবং দান-সাদকা ও ভালো কাজের সাথে মুদাওয়ামাত (সর্বদা) করবেন।

ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামীন আপনাকে নেক ও পরহেজগার সন্তান-সন্ততি দান করবেন। দুনিয়া ও আখিরাতে তাদেরকে আপনার জন্য কল্যাণ ও নাজাতের মাধ্যম বানিয়ে দিবেন।

দোআ করি আল্লাহ তাআলা যেন আপনার মনের আকাঙ্খা পূরণ করেন, এবং আপনাকে নেক, দ্বীনদার, পরহেজগার ও দায়ি ইলাল্লাহ সন্তান-সন্ততি দান করেন। আমীন।

আরো পড়ুনঃ সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণসহ

আরো পড়ুনঃ সূরা ইখলাস এর বাংলা উচ্চারণ, তাফসীর ও শানে নুযূল সহ

You can Visit our sub website 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!