মাহরাম কি? ও পুরুষদের জন্য মাহরাম কারা কারা? গায়রে মাহরাম কি ও পুরুষদের জন্য গায়রে মাহরাম কারা কারা?
মাহরাম কি বা ইসলামী শরীয়তের পরিভাষায় মাহরাম কাকে বলে?
ইসলামি শরিয়তের পরিভাষায় : মাহরাম বলা হয় ঐ সকল নারী-পুরুষদেরকে যাদের জন্য পারস্পারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরিয়ত কতৃক অকাট্য দলিল দ্বারা হারাম সাব্যস্ত করা হয়েছে। এবং তাদের জন্য একে-অপরের সাথে হিজাব-বিহীন দেখা-সাক্ষাৎ করাকে বৈধ রাখা হয়েছে।
সহজ ভাষায় মাহরাম বলা হয়, শরিয়ত যাদেরকে বিবাহ করা হারাম এবং পারস্পারিক দেখা-সাক্ষাৎ বৈধ রেখেছে তারাই হলো মাহরাম।
এখন পুরুষদের জন্য মাহরাম কারা কারা তা আমরা নিম্নের আলোচনা থেকে জানব। ইনশাআল্লাহ
পুরুষদের জন্য মাহরাম কারা কারা?
পুরুষদের জন্য মাহরাম নারীদের তালিকা
প্রত্যেক পুরুষের জন্য মাহরাম নারী হলেন। তার সাথে সম্পর্কৃত এই সকল নারীগণ । |
মাহরামকে বিবাহ করা হারাম। হিজাব বিহীন দেখা-সাক্ষাত হালাল। |
মাহরামের শরয়ী হুকুম। ১.মাহরামকে বিবাহ করা হারাম |
মাহরামের শরয়ী হুকুম ২. মাহরামের সঙ্গে হিজাব বিহীন দেখা-সাক্ষাৎ বৈধ |
তার দাদী ও দাদীর উর্ধ্বতন নারীগণ তার জন্য | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
মা এবং দুধ মা ও তাদের উর্ধ্বতন নারীগণ | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
বোন এবং দুধ বোন ও তাদের বংশদ্ভোত নিম্নোস্থ মেয়েরা | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
শাশুড়ি | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
স্ত্রী | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
আপন মেয়ে, দুধ মেয়ে, এবং সৎ মেয়ে | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
আপন ছেলের স্ত্রী ও দুধ ছেলের স্ত্রী | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
ফুফু | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
খালা | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
আপন ভাইয়ের মেয়ে বা আপন বোনের মেয়ে | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
নানী | মাহরাম | ❌ 🆘 | ✅ ✅ |
পুরুষদের জন্য উপরোক্ত সকল নারী মাহরাম হওয়ার সুস্পষ্ট দলিল বা প্রমাণ হলো কুরআনুল কারীমের নিম্নোক্ত এই আয়াতটি।
আল্লাহ তা’য়ালা কুরআনুল কারীমে তার বান্দাদের হুকুম করে বলেন।
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَآئِكُمْ وَرَبَائِبُكُمُ اللاَّتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ اللاَّتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم بِهِنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ وَحَلاَئِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلاَبِكُمْ وَأَن تَجْمَعُواْ بَيْنَ الأُخْتَيْنِ إَلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদের, তোমাদের বোনদের, তোমাদের ফুফুদের, তোমাদের খালাদের, ভ্রাতৃকণ্যাদের; ভগিনীকণ্যাদের তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছেন, তোমাদের দুধ-বোনদের তোমাদের স্ত্রীদের মাতাদের, তোমরা যাদের সাথে সহবাস করেছো সে সকল স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকশীল, পরম দয়ালু।
গায়রে মাহরাম কি?
গায়রে মাহরাম বলা হয় ঐ সকল নারী-পুরুষদেরকে যাদের জন্য পারস্পারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ এবং পারস্পারিক দেখা-সাক্ষাৎ করাকে হারাম করা হয়েছে। তাদের কে গায়রে মাহরাম বলে।
বস্তুতঃ গায়রে মাহরামের সামনে একান্ত অপারগ হয়ে যদি যাওয়াই লাগে তবে নারী তার পূর্ণ পর্দা করে সামনে যাবে।
পুরুষদের জন্য গায়রে মাহরাম কারা কারা?
পুরুষদের জন্য গায়রে মাহরাম নারীদের তালিকা
প্রত্যেক পুরুষের জন্য গায়রে মাহরাম নারী হলেন। তার সাথে সম্পর্কৃত এই সকল নারীগণ । | গায়রে মাহরামকে বিবাহ করা হালাল। হিজাব বিহীন দেখা-সাক্ষাত করা হারাম। |
গায়রে মাহরামের শরয়ী হুকুম। ১. গায়রে মাহরামকে বিবাহ করা হালাল। যদি অন্য কোন পুরুষের বিবাহ বন্ধন কিংবা ইদ্দত পালনে পালনে না থাকে। |
গায়রে মাহরামের শরয়ী হুকুম ২. গায়রে মাহরামের সঙ্গে হিজাব বিহীন দেখা-সাক্ষাৎ হারাম। |
মায়ের খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
চাচাতো বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
ভাবী | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
বাবার খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
বাবার খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
চাচী | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
ফুফাতো বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
খালাতো বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
মামাতো বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
শ্যালক/শ্যালিকার মেয়ে | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
শ্বশুর/শাশুড়ির বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
শ্যালিকা | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
মামী | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
স্ত্রীর খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো বোন | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
স্ত্রীর ভাবী | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
মেয়ের ননদ | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
ছেলে/মেয়ের শাশুড়ি | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
মাহরাম বাদে সমস্ত বিশ্বে-মহাবিশ্বে যত নারী আছে সব নাগায়রে মাহরাম | গায়রে মাহরাম | ✅ ✅ | ❌ 🆘 |
পুরুষদের জন্য মাহরাম ও গায়রে মাহরাম নারীদের সাথে দেখা-সাক্ষাতের ক্ষেত্রে আল্লাহর দেয়া বিধানের প্রতি লক্ষ্য রাখা ফরজ। অর্থাৎ নিজের মাহরাম নারী বিহীন অন্য কোন নারীর দিকে তাকাবে না।এবং তাদের সাথে আল্লাহর দেয়া পর্দার হুকুম মান্য করবে। আর নিজের মাহরাম নারীদেরকে বিয়ে করবে না, কারণ এটি অকাট্য হারাম কাজ।
আফসোসের বিষয় হলো, সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে মাহরামকে বিয়ে করার কয়েকটি ঘটনা ঘটেছে যা, আমাদের মুসলিম সমাজের জন্য খুবই লজ্জাকর বিষয়।
আমাদের বর্তমান সমাজের কিছু অসতর্কতা ও মহাপাপে লিপ্তকারী কাজগুলো হলো…
১. আমাদের সমাজের অনেকেই আত্মীয় স্বজনের মধ্যকার মাহরাম আর গায়রে মাহরাম কারা এই বিষয়টি জানেন না। অথচ সবাই নিজেদেরর বড় দ্বীনদার বলে মনে করি আমরা।
দাড়ি-টুপি পাঞ্জাবিওয়ালা পুরুষ এবং ঘরের বাইরে বোরকা-নেকাবওয়ালী নারীরাও আত্নীয়দের মাঝে গায়রে মাহরামের সাথে পর্দা করার প্রয়োজনিয়তা অনুভব করেন না। অথচ শরীয়তে একজন পুরুষের জন্য বাহিরের নারীদের দেখা যেমন হারাম ঠিক তেমনি আত্নীয়তার সম্পর্ক রয়েছে এমন গায়রে মাহরাম নারীদেরকে দেখাও হারাম।
২. আমাদের সামাজের অনেক পুরুষই তার চাচাত, মামাত, ফুফাতো বোনদের সাথে বসে আড্ডা দেয়, ৩২ দাঁত বের করে হাসাহাসি করে, মামি, চাচিদের মায়ের মতো মনে করে, ভাবির সাথে গল্পগুজব করে। অথচ তাদের সাথে পর্দা আর বাইরের একজন নারীর সাথে পর্দার হুকুম একই।
পুরুষদের জন্য মাহরাম ও গায়রে মাহরাম এর এতো সহজ সংজ্ঞা চার্ট/তালিকা আর হয়না।এখন থেকে যারা আমল করবেন নিজের জন্যই করবেন,
তবে যারা জেনে বুঝেও আল্লাহর বিধানকে অগ্রাহ্য করবে তাদের আমলের ফায়সালা তাদের রবের সাথেই কাল হাশরের ময়দানে হবে। আল্লাহ তা’য়ালা আমাদেরকে যথাযথ পর্দা করার ও অন্যান্য হুকুম আহকাম মেনে চলার তাওফিক দান করুন। আমীন!!
আরো পড়ুন।
ফরজ নামাজের পরের জিকির ও দোআ সমূহ | তথ্যসুত্রসহ
জানাযার নামাজের নিয়ম | নিয়ত ও দোয়াসমূহ বাংলা উচ্চারণসহ