পবিত্র মাহে রমজানের সাহরী ও ইফতারের সময় সূচীর ক্যালেন্ডার Picture and PDF

মাহে রমজান এর সাহরী ও ইফতারের সময় সূচী ক্যালেন্ডার ২০২৩

মাহে রমজান এর সাহরী ও ইফতারের সময় সূচী ক্যালেন্ডার ২০২৩

পবিত্র মাহে রমজান হলো রহমত, বরকত, ও মাগফিরাতের মাস ও সিয়াম সাধনার মাস, এই মাস মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমাদান বা সিয়াম সাধনা হলো মুসলমানদের ধর্মীয় ৫ টি মূল/স্তম্ভগত ইবাদাতের অন্যতম একটি ইবাদাত।

এই সিয়াম সাধনার সাথে জড়িয়ে রয়েছে ,সাহরী ও ইফতার যেগুলো সময়ের উপর নির্ভরশীল। ফলে আমাদের সাহরী ও ইফতারের সঠিক সময় নির্ধারণ করার প্রয়োজন হয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ আমরা নিম্নে ২০২৩ সালের মাহে রমজান এর সাহরী ও ইফতারের সময় সূচীর ক্যালেন্ডার প্রদান করলাম, যা আপনি ফ্রিতেই ডাউনলোড করে PDF প্রিন্ট করতে পারবেন।

২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে?

আগামী ২৩ ই মার্চ আরবী শাʼবান মাসের ৩০দিন পূর্ণ হয়ে ২৪ই মার্চ ২০২৩ /১৪৪৪ হিজরীর বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র মাহে রমজান শুরু হতে পারে। এক্ষেত্রে ২৩ই মার্চ দিবাগত রাতে বাংলাদেশের মুসলমানগণ সেহরী খেয়ে রোজা পালন শুরু করবেন। এবং ২৪ ই মার্চ শুক্রবার প্রথম রোজা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

অবশ্যই আকাশে চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ও রোজা শুরু হয়ে থাকে। চাই তা সচরাচর মানুষের চোখে পরিলক্ষিত হোক, কিংবা নির্ভরযোগ্য চাঁদ পরিদর্শন কমিটির মাধ্যমে জানা যাক।

বাংলাদেশে নির্ভরযোগ্য চাঁদ পরিদর্শন কমিটি হলো, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত চাঁদ কমিটির তথ্য ও তাদের গবেষক কর্তৃক প্রকাশিত সাহরী ও ইফতারের সময় সূচী।

উল্লেখ্য যে অত্র শাʼবান মাস ২৯ দিনে শেষ হলে ২৩ই মার্চ থেকে রমজান মাস শুরু হবে, এক্ষেত্রে ২২ই মার্চ দিবাগত রাতে সেহরী খেতে হবে।

আর পবিত্র শাʼবান মাসে পূর্ণ ৩০ দিন না হলে মাহে রমজান শুরু হবে ২৩ই মার্চ ২০২৩ থেকে এবং সে অনুযায়ী সূচী সংশোধন করে প্রকাশ করা হবে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সেহরী ও ইফতারের সময়সূচী অনুসুরন করে প্রতিবারের মত এবারও Alebadah.com আপনাদের জন্যে একটি চমৎকার রোজার ক্যালেন্ডার তৈরী করেছে। আপনি ২০২৩ সালের রমজান মাসের সাহরী ও ইফতারের সময় সূচীর ক্যালেন্ডারটি ডাউনলোড করে নিতে পারেন।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সাহরী ও ইফতারের সময় সূচীর ক্যালেন্ডার

পবিত্র মাহে রমজানের সাহরী ও ইফতারের সময় সূচীর ক্যালেন্ডার Picture and PDF
২০২৩ সালের পবিত্র মাহে রমজানের সাহরী ও ইফতারের সময় সূচীর ক্যালেন্ডার

আমরা নিম্নে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাহে রমজানের  সেহরী ও ইফতারের সময়সূচী আপনাদের জন্যে এখানে শেয়ার করছি। আপনি ফাইলটি নিচের লিংক থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

এবং চাইলে ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার টি PDF থেকে প্রিন্ট করে নিজ এলাকায় ও মসজিসে বিতরণ করতে ও পারবেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত মাহে রমজানের সাহরী ও ইফতারের সময় সূচী PDF 2023

বিঃদ্রঃ অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যে, চাঁদ দেখা সাপেক্ষে মাহে রমজান শুরু হবে এবং শেষ হবে। তথাঃ রোজা এবং ঈদুল ফিতর উদযাপন চাঁদ দেখার উপর নির্ভরশীল।

সর্বদা সতর্কতা স্বরুপ সূর্যাস্তের তিন মিনিট পর ইফতার ও মাগরিবের আযানের সময় নির্ধারন করা হয়ে থাকে।

এবং একই ভাবে সতর্কতার জন্যে সুবহি সাদিকের তিন মিনিট পূর্বে সাহরীর শেষ সময় নির্ধারন করা হয়ে থাকে।

আর ফজরের আযান দিতে হবে সুবহি সাদিকের পর তথা সাহরীর সময়ে সতর্কতার তিন মিনিট শেষ হওয়ার পর ফজরের আযান দিবে।

এখানে আমরা শুধুমাত্র ঢাকা জেলার সাহরী ও ইফতারের সময়ের ক্যালেন্ডার দিলাম।

ঢাকা জেলা বিহীন অন্যান্য জেলায় বসবাসরত রোজাদারগন অবশ্যই সেখানকার স্থানীয় সাহরী ও ইফতারের সময় অনুযায়ী সেহরী ও ইফতার গ্রহন করবেন।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের পবিত্র মাহে রমজানের সাহরী ও ইফতারের সময় সূচীর ক্যালেন্ডার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সাহরী ও ইফতারের সময় সূচী ক্যালেন্ডার ২০২৩ by ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

এই ক্যালেন্ডার এর সময় শুধুমাত্র ঢাকা জেলার অন্তর্গত মানুষদের জন্য।

আরো পড়ুনঃ  পবিত্র মাহে রমজানে উমরাহ পালনের ফজিলত কি?

আরো পড়ুনঃ ওমরাহ পালনের নিয়ম PDF Book সহ। ওমরাহ পালনের সহজ ও সঠিক নিয়ম পূর্ণ গাইড লাইন সহ।

আমাদের অর্থনৈতিক বিষয়ক ইংরেজি ব্লগ পড়ুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!