রোজা সম্পর্কৃত বহুল জিজ্ঞাসিত কিছু মাসাআলা-মাসায়েল
মাহে রমজান আসলে আমাদের চিকিৎসা বিষয়ক রোজার মাসাআলা-মাসায়েলের সম্মুখীন হতে হয়। যার শরয়ী সমাধান খুঁজে বের করা কষ্টসাধ্য। কারণ সচারাচর নস বা কুরআন হাদীসে এই সকল বিষয়ের শাব্দিক হুকুম-আহকাম উল্লেখ নেই। তাই আমরা বর্তমান সময়ের ফকীহগণের কুরআন, হাদীস, ও আছারের আলোকে সূক্ষ্ম গভেষণাকৃত রমজান সম্পর্কৃত কিছু মাসাআলা-মাসায়েলের সমাধান উল্লেখ করবো।
প্রশ্ন-উত্তরে রোজার মাসাআলা-মাসায়েল
১। প্রশ্নঃ রোজা রাখা অবস্থায় এন্ডোসকপি (endoscopy) করলে কি রোজা ভঙ্গ হয়?
উত্তরঃ না, রোজা অবস্থায় endoscopy (এণ্ডোসকপি) করানোর কারণে রোযা ভঙ্গ হয় না। তবে যদি পরীক্ষা করার নল দিয়ে পানি অথবা ঔষধ ভিতরে প্রবেশ করানো হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে।
২। প্রশ্নঃ প্রক্টোসকপি (Proctoscopy) পরীক্ষা করলে কি রোযা ভঙ্গ হয়?
উত্তরঃ Proctoscopy (প্রোক্টসকপি) পরীক্ষা হলো পাইলস, অর্শ্ব, ফিস্টুলা জাতীয় রোগের Examination test প্রসেস, এই প্রোক্টসকপির সময় যদি নলের মধ্যে গ্লিসারিন না দিয়ে পরীক্ষা করা হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না। আর যদি গ্লিসারিন বা ঔষধ জাতীয় কোন কিছু দিয়ে পরীক্ষা করা হয়। তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ফতোয়ায়ে শামী ২/১০৮, ফাতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৬/৪১১
৩। এনজিওগ্রাম Angiography or arteriography করলে কি রোজা ভঙ্গ হয়?
রক্তের ব্লক চেক করার জন্য হাত অথবা নল ঢুকিয়ে যে এক্স-রে X-ray করা হয়, তার জন্য রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, তবে যদি হার্টে ঔষধ প্রবেশ করানো হয়। তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে।
আরো পড়ুনঃ মাহে রমজানে উমরাহ পালনের বিশেষ ফজিলত
৪। প্রশ্নঃ স্যালাইন বা গ্লুকোজ স্যালাইন নিলে কি রোজা ভঙ্গ হয়?
উত্তরঃ অসুস্থতার কারণে নরমাল স্যালাইন বা গ্লুকোজ নিলে রোজা ভঙ্গ হয় না। তবে অসুস্থতা ছাড়া গ্লুকোজ স্যালাইন নেওয়া নাজায়েয। আলাতে জাদীদা কে শরঈ আহকাম ১৫৩
৫। প্রশ্নঃ রোজা অবস্থায় ইনজেকশন ব্যবহার করলে কি রোজা ভঙ্গ হয়?
উত্তরঃ রোজা অবস্থায় ইনজেকশন ও ইনসুলিন ব্যবহার করার কারণে রোযা নষ্ট হয় না। তবে যেসব ইনজেকশন খাদ্যের কাজ দেয় তা জটিল ওযর ছাড়া গ্রহণ করা মাকরূহ।
৬। প্রশ্নঃ নাইট্রোগ্লিসারিন Nitroglycerin ব্যবহার করলে রোযার কি কোন ক্ষতি হয়?
উত্তরঃ এই এরোসোল টাইপ Nitroglycerin (নাইট্রোগ্লিসারিন) ব্যবহারের ফলে রোজা ভঙ্গ হয় না।
৬। প্রশ্নঃ রোজা অবস্থায় (Ventolin Inhaler) ভেন্টোলিন ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় কিনা?
উত্তরঃ রোজা অবস্থায় ventolin inhaler ব্যবহার করলে রোযা নষ্ট হয়ে যায়। তথাঃ এই জাতীয় ইনহেলার ব্যবহার করলে রোযা ভঙ্গ হয়ে যাবে।
রোজার মাসাআলা-মাসায়েল সম্পর্কৃত অথবা ধর্মীয় যে কোন মাসাআলা-মাসায়েল সম্পর্কে জানতে নিচে কমেন্ট করতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশা-আল্লাহ আমরা আপনার মাসাআলার সমাধান পরবর্তী আর্টিকেলে পাবলিশ করবো, অথবা আপনার ইমেইল এ পাঠিয়ে দিবো। ইনশা-আল্লাহ
আরো পড়ুনঃ
- রোজা ভঙ্গের কারণ সমূহ ও রোজার কাযা-কাফফারা আদায়ের নিয়ম
- রোজা মাকরূহ হওয়ার কারণ সমূহ
- রোজার নিয়ত ও ইফতারের দুআ বাংলা উচ্চারণ সহ