ইসলামিক প্রশ্ন উত্তর
01/ প্রশ্ন: হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিসরে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছিল, তখন তাঁকে কে সর্বপ্রথম ক্রয় করেছিলেন? তার নাম কি ছিল?
উত্তর: হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্র, ইউসুফ আলাইহিস সালামকে যখন মিসরের বণিক দল বিক্রির জন্য প্রস্তাব হাঁকান।
তখন সর্বপ্রথম ‘কিতফীর’ (قطفير) নামক এক ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসেবে ক্রয় করে নেন।
কোনো কোনো বর্ণনা মতে ঐ ব্যক্তির নাম ‘ইতফীর’ (إطفير) উল্লেখ করা হয়েছে।
সেই সময় কিতফীর বা ইতফীর মিসরের রাষ্ট্রীয় কোষাগারের প্রধান রক্ষক বা অর্থমন্ত্রী ছিলেন।
তার উপাধি ছিল ‘আযীয’ যেটি ইতিহাসের পাতায় সর্বাধিক যায়গায় আযীযে মিসর হিসেবে উল্লেখ করা হয়েছে।
বি:দ্র: عزيز مصر আযীযে মিসরের নামই ছিলো কিতফীর কিংবা ইতফীর আর তিনিই সর্বপ্রথম ইউসুফ আ: কে ক্রয় করেছিলেন।
তথ্যসূত্রঃ তাফসীরে কাবীর ৬/৪৩৫; তাফসীরে কুরতুবী ৫/১৫৮-১৫৯; আলবিদায়া ওয়াননিহায়া ১/২৯২
আরো পড়ুন: নারী ও পুরুষের ইতিকাফের বিধান ও পদ্ধতি কি??
আরো পড়ুন: জানাযার নামাজের পূর্ণ ও নিয়ম ও দোয়া সমূহ বাংলা উচ্চারণসহ।